ভারতবর্ষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী কাসিদায় সউগাত (ইলহামী ভবিষ্যৎবাণী - দাজ্জালের আগমণ

Breaking

আসসালামু আলাইকুম। ইসলামিক এই ব্লগে আপনাকে শুভেচ্ছা জানাই। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় ও দুয়া চাই। আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারছি, ওয়াল জুনুনী ওয়াল জুযামী, ওয়া সায়্যিইল আসক্বাম।

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 31, 2020

ভারতবর্ষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী কাসিদায় সউগাত (ইলহামী ভবিষ্যৎবাণী




ভারতবর্ষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী।


(১)
পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত
আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত
(২)
দ্বিতীয় দাওরে হুকুমত হবে তুর্কী মুঘলদের
কিন্তু শাসন হইবে তাদের অবিচার যুলুমের
(৩)
ভোগে ও বিলাসে আমোদে-প্রমোদে মত্ত থাকিবে তারা
হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কী স্বভাব ধারা
(৪)
তাদের হারায়ে ভিন দেশী হবে শাসন দণ্ডধারী
জাকিয়া বসিবে, নিজ নামে তারা মুদ্রা করিবে জারি



ভারতীয় উপমহাদেশেঃ
১. এখানে তুর্কী মুঘলদের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে২. তাদের পতনের পর প্রতিষ্ঠিত হবে ভিনদেশী খ্রিস্টানদের রাজত্ব৩. তাদের শাসনকালে মহামারী আকারে প্লেগ এবং চরম দুর্ভিক্ষ দেখা দিবে এবং এতে বহু প্রাণহানি ঘটবে৪. দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে কিন্তু এখানে অঞ্চলে-অঞ্চলেসম্প্রদায়ে-সম্প্রদায়ে স্থায়ী শত্রুতার বীজ বপন করে যাবে৫. ভারত বিভক্ত হয়ে দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হবে৬. অযোগ্য লোকেরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে৭. মানুষের আইন-কানুনের প্রতি কোন শ্রদ্ধা থাকবে নাঘুষদুর্নীতিঅশ্লীলতাজেনাব্যাভিচারঅরাজকতার সয়লাব সৃষ্টি হবে (উপরোক্ত ভবিষ্যদ্বাণীগুলো ইতোমধ্যে হুবহু বাস্তবায়িত হয়েছে)।

No comments:

Post a Comment

Pages